প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
উল্লাপাড়ায় অটোভ্যানকে ট্যাংক লরির ধাক্কা নিহত ১
![]()
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রোববার বেলা ১ টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বাসস্ট্যান্ডে একটি ট্যাংক লরি যাত্রীবাহি অটোভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানের চালক মহির উদ্দিন (৫০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার চালা গ্রামের দিন মোহাম্মাদের ছেলে। স্থানীয়রা জানান, ট্যাংক লরিটি বাঘাবাড়ি থেকে তেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল।
শ্রীকোলা বাসস্ট্যান্ডের পাশে হাটিকুমরুলগামী একটি অটোভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় চালক মহির উদ্দিন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজার থেকে ট্যাংক লরিটি আটক করে। ওই সময় ট্যাংক লরির চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.