উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি অটোভ্যানের সঙ্গে হাইজের সংঘর্ষে অটোভ্যানচালক মাহমুদুল হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ জুন) দুপুর ১২ টায় বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাগলা উত্তর পাড়া গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজারের সামনে হাইজের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হন ও ভ্যানে থাকা একজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়াদিন রয়েছে । এ সময় দুর্ঘটনায় কবলিত হাইজ জব্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.