উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ বালুর ধ্বসে চাপা পড়ে ৮ বছরের শিশু নিহত ও ২ শিশু গুরুতর আহত হয়েছে। গ্রামবাসী প্রায় ঘন্টাব্যাপী বালু স্তুপ সরিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঘববাড়িয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র আব্দুর রহমান (৭), সোলায়মান ফকির এর পুত্র মাসুদ রানা (৭) ও আব্দুল আলীমের পুত্র আব্দুল্লাহ (৬) নামে ৩ শিশু মঙ্গলবার বিকেল ২টায় দিকে বালুর স্তুপে নিচের দিকে খেলাধুলা করছে। খেলাধুলা একপর্যায়ে আড়াইটার দিকে বালুর স্তুপ ধ্বসে পড়ে। বালুর স্তুপ ধ্বসে পড়ার সময় মাসুদ রানা ও আব্দুল্লাহ দ্রুত সরে গেলে আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়ে যায়। দুই শিশুর কান্নাকাটিতে এলাকাবাসী এগিয়ে এসে কোদাল দিয়ে বালু সরাতে থাকে। প্রায় ঘন্টাব্যাপী বালু সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত শিশুর মা হাসি খাতুন বলেন, আমার এতিম ছেলেকে বালুখেকোরা মেরে ফেলেছে। আমি খুনি ফজলুর ফাসি চাই। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, নদী খননের নামে রাঘববাড়িয়া গ্রামের মৃত বেল্লাল মন্ডলের পুত্র ফজলুর রহমান ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু পাহাড় সম স্তুপ করে রেখেছে। দিনে বেকু দিয়ে বালু বিক্রি করছে।
কিছুদিন পুর্বে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শিশুরা বালুুর স্তুপের নিচে খেলার সময় হঠাৎ বালু ধ্বসে পড়ে। বালুর নিচে পড়ের আব্দুর রহমান নামে শিশুটি মারা যায়।
উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা করা হবে। উল্লাপাড়া উপজেলয় নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেন, রাঘববাড়িয়ায় সরকারি কোন বালু মহল নেই। বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।