রায়হান আলী: নিজ চাচা শ্বশুরের নানা হুমকির মুখে বিধবা গৃহিণী আলতাফুল নেছা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। উল্লাপাড়া উপজেলার সলংগা ইউনিয়নের বাগদা গ্রামের মৃত আতাহার উদ্দিনের মেয়ে আলতাফুল নেছা। তার স্বামী তিন বছর আগে মারা যান। এরপর থেকে তার চাচাশ্বশুর মোঃ আব্দুর রহমান আলতাফুন নেছার সম্পদের ক্ষতিসাধন করে আসছে, পরপর দু"দফায় আব্দুর রহমান আলতাফুন নেছার বেশ কয়েকটি মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নেয়। এইসব গাছের মূল্য ১৫ হাজার টাকার ও বেশি।
আলতাফুন নেছা অভিযোগ করেন আব্দুর রহমান লোকজন নিয়ে তার স্বামীর ভিটার মাটি জোরপূর্বক কেটে নিয়ে যায় । তিনি বাধা দিলে আব্দুর রহমান তাকে মারধর করে হাতপা ভেঙে দেওয়ার হুমকি দেন। সেইসাথে পল্লী বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করণ এবং তাদের (আলতাফুন নেছা) বাড়ির নলকূপ উঠিয়ে নেওয়ার ঘোষণা দেন। এ অবস্থায় তিনি এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যপারে সলংগা থানায় আব্দুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডাইরিতে বিবাদীর আক্রোশ থেকে বাঁচতে আইনি সহায়তা চেয়েছেন। এ বিষয়ে আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি জানান তার গ্রাম্য প্রধানরা মেপে দিয়েছেন সেই জায়গা থেকেই তিনি গাছ কেটেছেন। এ ব্যপারে সলংগা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করে জানান অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.