এজন্য এই চার দেশের ফেডারেশনকে জরিমানার সম্মুখীনও হতে হয়। মূলত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনিই দেরি করে মাঠে নামার প্রচলনটা শুরু করেছিলেন। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে প্রায় ১৫ মিনিট দেরিতে মাঠে নামে আকাশি-নীল শিবির। এরপর ম্যাচ শেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন কানাডিয়ান কোচ জেসে মার্শ। সবকিছু পর্যালোচনা করে পেরুর বিপক্ষে স্ক্যালোনিকে নিষিদ্ধ করে কনমেবল কর্তৃপক্ষ।
একই অপরাধে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন ভেনিজুয়েলার ফার্নান্দো বাতিস্তা, চিলির রিকার্ডো গারেচা এবং উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। সবশেষ নিষেধাজ্ঞার মুখে পড়া বিয়েলসার শিষ্যরা গ্রুপপর্বে পানামা ও বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে মাঠে নেমেছিলেন। যে কারণে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কনমেবল কর্তৃপক্ষ। ফলে মঙ্গলবার (২ জুলাই) গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারছেন না বর্ষীয়ান এই কোচ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।