এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভা অনুষ্ঠিত !
প্রধান প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি লিঃ এর বিশেষ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাট বণিক সমবায় সমিতির আয়োজনে এনায়েতপুর হাট চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির পরিচালক মুক্তার হোসেনের সঞ্চালনায় এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চৌহালী উপজেলা সমবায় দপ্তরের সহকারি পরিদর্শক রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল রশিদ, খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লুক চাঁদ মিয়া, গাজী মোঃ আমজাদ হোসেন মাস্টার,আব্দুল মতিন বেপারী, এসময় আরো উপস্থিত ছিলেন, পরিচালক ওমর ফারুক, আমিরুল ইসলাম ধনী, হযরত আলী মীর, শহিদুল ইসলাম শহীদ, কাজী রেজাউল, এমদাদুল হক মিলন, মাকমুদুল হাসান হৃদয় সহ বণিক সমবায় সমিতির সদস্যগণ।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।