শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার গ্রামকে শহরে রূপ দেওয়া আমার লক্ষ্য: ইউপি চেয়ারম্যান গফফার

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: ‘জনগণ আমাকে ভালোবাসে তাই আমি বারবার এই এলাকায় নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। আমি যতদিন থাকবো মানুষের সেবা দিয়ে যাব।’ গত কাল বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আঃ গফফার সরদার।

তিনি বলেন,আমার ইউনিয়নের কোন নাগরিক যদি যেকোনো সমস্যা বা বিপদে পড়ে তাদের পাশে থাকবো সবসময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিল মানুষের সেবা করার জন্য। আর এই এলাকার জনগণের ভালো বাসায় বার বার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। তাই আমার ইউনিয়নে বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নমূলক কার্যক্রমসহ সেবা মূলক কাজ করে যাচ্ছি আগামীতেও যাব।

বার বার নির্বাচিত চেয়ারম্যান আরও বলেন,পরিষদ ভবনের অবস্থা অনেকটা খারাপ। তাই দ্রুত আমার পুটখালী ইউনিয়ন পরিষদের নতুন ভবন আগামী দুইবছরের মধ্যে নির্মাণ করে যেতে চাই। আমার পরিষদে ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র,ওয়ারিশ সনদ, প্রত্যয়ন পত্র নিতে ভোগান্তিতে পড়তে হয় না নাগরিকদের। আর সরকারি ফি ছাড়া এক টাকাও বেশি নেওয়া হয় না। আমি এই পরিষদে যতদিন চেয়ারম্যান থাকবো আমার ইউনিয়ন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি হতে দেবো না বলে জানান বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----