কমলনগরে চাঁদা না দেওয়ায় অসহায় ব্যবসায়ীর দোকানঘর ভাঙচুর ও উচ্ছেদ


লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইসলামগঞ্জ বাজারে চাঁদা না দেওয়ায় এক অসহায় দোকানদারের দোকানঘর ভাঙচুর ও সমূলে উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।
জানা যায়, বুধবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বিএনপি নেতা নিজাম, ৭নং ওয়ার্ড মেম্বার সিরাজ, বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ।
অভিযোগ অনুযায়ী, তারা কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ওই দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দোকানদার টাকা দিতে অস্বীকৃতি জানালে, তার দোকানঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগীর ভাই, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জানান— “আমাদের বাবার মৃত্যুর পর এই দোকানের আয়েই আমাদের পরিবার চলে। ওই দোকানই ছিল আমাদের একমাত্র ভরসা। কিন্তু চাঁদাবাজরা আমাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে।”
তিনি প্রশাসনের কাছে চাঁদাবাজদের বিরুদ্ধে বিচারের দাবি জানান এবং তার ভাইয়ের দোকানটি আগের স্থানে পুনঃস্থাপনের অনুরোধ করেন।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই প্রভাবশালী মহল চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।