নিজাম চৌধুরী,কমল নগর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগন্জ এলাকায় ৫টি ইট ভাটায় মোবাইল কোট পরিচালনা করা হয় এতে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৯ লক্ষ টাকা অর্থদণ্ড মেসার্স তাহেরা ব্রিক্স ম্যানুঃ ইট ভাটাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মেসার্স হাজী হক ব্রিক্স ম্যানুঃ ইট ভাটাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেসার্স মদিনা ব্রিকস ম্যানুঃ ইট ভাটাকে দুই লক্ষ হাজার টাকা, মেসার্স:-রহিমা ব্রিকস ম্যানুঃ ইট ভাটাকে দুই লক্ষ হাজার টাকা ও মেঘনাব্রিকস ম্যানুঃকে ভেঙ্গে দেওয়া হয়। মোট নয় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ ২৯ এপ্রিল মঙ্গলবার মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি),বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কমলনগর। প্রসিকিউশন প্রদান করেন জনাব মোজাম্মেল হক সহকারী বায়োকেমিস্ট, উপস্থিত ছিলেন জনাব হারুন আর রশিদ পাঠান সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়।
উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী স্কেভেটর দিয়ে ইটভাটা চিমনী ও কিলন সম্পুর্ন ভাবে ভেঙ্গে দেওয়া হয়, ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিবিয়ে দেওয়া হয়, কাঁচা ইট নষ্ট করা হয়। কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত অভিযানে সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ সেনা বাহিনী, কমলনগর ইউনিট, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস । বায়ু দূষন রোধে ও অবৈধ ইটভাটয় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশ জার্নাল /এস.এম
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।