আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ১০ টায় কাজিপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় চুড়ান্ত পর্যায়ে উপজেলার বালক দল ছালাভরা কুনকুনিয়া ও লক্ষিপুর, বালক দল, নাটুয়ারপাড়া ও তেকানী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নাটুয়ারপাড়ার বালিকা দল তেকানী কে ৪-০ গোলে এবং ছালাভরা কুনকুনিয়া বালকদল , লক্ষিপুরকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পরে অথিতিবৃন্দ বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন।
এ সময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান, খলিলুর রহমান সিরাজী, নির্বাহী অফিসার সুখময় সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,শিক্ষা অফিসার হাবিবুর রহমান সহ শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।