কাজীপুরে কিশোর কিশোরী ক্লাবের সিএমসির সভা অনুষ্ঠিত
![](https://deshjournal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির (ক্লাব ম্যানেজমেন্ট কমিটি) সভা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজীপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন প্রমুখ।
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/441946226_444650001691748_2264725912970037362_n.jpg)
এছাড়াও ১৩ টি ক্লাবের ক্লাব কো-অর্ডিনেটর, ক্লাব কার্যক্রম পরিচালিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও জেন্ডার প্রোমোটাররা বক্তব্য রাখেন। সভায় ক্লাব পরিচালনায় নানা সমস্যা সমাধানে দিক নির্দেশনামূলক বক্তব্য উঠে আসে। এসময় উপস্থিত ছিলেন, , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/441885556_376522134929090_8361374250193362151_n.jpg)
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।