প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
কালিহাতীতে জনগুরুত্বপূর্ণ দুটি কালভার্টের উদ্বোধন
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ও নাগবাড়ী ইউনিয়নে জনগুরুত্বপূর্ণ স্থানে নির্মিত দুটি কালভার্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ
সিদ্দিকী এমপি কালভার্ট দুটির উদ্বোধন করেন।
জানা যায়, কালিহাতী উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া পশ্চিমপাড়া কালি মন্দির সংলগ্ন খালের উপর ৮৯ লাখ টাকা ব্যয়ে একটি এবং নাগবাড়ী ইউনিয়নের দড়িখরশিলা বস্তিপাড়া খালের উপর ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি কালভার্ট
উদ্বোধন করে জনসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আর মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেহাব উদ্দিন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.