প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৪:০২ অপরাহ্ণ
কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া ঋষিপাড়া এলাকায় রোববার দুপুরে পুকুরের পানিতে পড়ে হৃদয় মনি দাস (০৭) নামে এক শিশু মারা গেছে। নিহত হৃদয় মনি দাস উপজেলার উত্তর গজারিয়া ঋষিপাড়া এলাকার-গৌর চান মনি দাসের ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়,ওই এলাকার-গৌর চান মনি দাসের ছেলে হৃদয় মনি দাস পাওয়া যাচ্ছিল না।
সবাই তাকে খোজাখুজি করে না পেয়ে বাড়ীর পাশে জহির এর পুকুরে খজুতে থাকে। পরে পুকুরে নেমে ও্ শিশুর লাশ খুজে পেয়ে উদ্ধার করে বাড়ীর লোকজন। সে অবাধানতা বসত পানিতে পড়ে গিয়ে মারা যায়। সুত্রাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য(মেম্বার) আব্দুল গফুর হৃদয় মনি দাস নামে এক শিশু পুকুরে পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.