সংবাদের আলো ডেস্ক: কুমিল্লায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী ও ভিডিও জার্নালিস্ট মেরাজ হোসেনকে ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে আন্দোলকারীদের গণমিছিল ঠেকাতে শহরের বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে অবস্থান নেয় সন্ত্রাসীরা। এ সময় একজন পথচারী মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
সেই মারধরের ভিডিও ধারণ করতে যমুনা টিভির ব্যুরো প্রধান খোকন চৌধুরী ও ভিডিও জার্নালিষ্ট মেরাজের ওপর হামলা চালায় তারা। এ সময় সন্ত্রাসীরা ক্যামেরা ভাঙচুরেরও চেষ্টা করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।