সংবাদের আলো ডেস্ক: কুমিল্লায় শিক্ষার্থীদের গণমিছিলে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের ভাষ্য, আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন হামলা ও গুলি করেছে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক।
শনিবার (৩ আগস্ট) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাস্তায় নামে শিক্ষার্থীরা। কুমিল্লা জিলা স্কুলের সামনে প্রতিবাদী গান, কবিতা শেষে গণমিছিল নিয়ে কান্দিরপাড়া পূবালী চত্বর হয়ে শাসনগাছা যাওয়ার কথা ছিল। এ সময় মহানগর আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও অস্ত্র নিয়ে পথ আটকে দেয় শিক্ষার্থীদের।
পুলিশ কিছুটা নীরব ভূমিকায় থাকলেও পরে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যস্থতায় গণমিছিলটি শাসনগাছার দিকে যাচ্ছিল। অভিযোগ, পুলিশ লাইনস এলাকায় গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পেছন দিক থেকে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় আহত হন অর্ধশতাধিক। হামলার সময় গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব পালনে বাধা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।