খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
রবিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে দেখা যায়, এই আসনে মোট ভোট কেন্দ্র ১৩৯। সব কেন্দ্রের ফলাফলে সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা (নৌকা) ৫৪ হাজার ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্কাছ আলী (স্বতন্ত্র-ট্রাক) ৩৪ হাজার ৩৬০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, আসনটি একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এ আসনে ভোটার রয়েছে তিন লাখ ৪৭ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৫৭০ এবং নারী এক লাখ ৭৫ হাজার ৬৯১জন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।