বুধবার, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কৃষি মেলায় গ্রামীণ ঐতিহ্য খেলা হা-ডু-ডু,চ্যাম্পিয়ন তিয়শ্রী ইউপি !

                            কৃষি মেলায় গ্রামীণ ঐতিহ্য খেলা হা-ডু-ডু,চ্যাম্পিয়ন তিয়শ্রী ইউপি ! - দেশ জার্নাল
বিশেষ প্রতিনিধি: গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু।  গ্রাম-গঞ্জের মাঠ, বাগান বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো হা-ডু-ডু খেলা। কিন্তু আধুনিক খেলা এবং যান্ত্রিক জীবনের ব্যস্থতার কাছে হেরে গেছে গ্রাম বাংলার জনপ্রিয় এ খেলাটি। তাই নতুন প্রজন্ম জানে না এ খেলা সম্পর্কে। ভুলতে বসছেন অন্যরাও।
হারিয়ে যাওয়া এ হা-ডু-ডু খেলার দেখা মিলেছে নেত্রকোনার মদন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত কৃষি মেলায়। ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় আয়োজিত ৩ দিন ব্যাপী কৃষি মেলার দ্বিতীয় দিন বুধবার এ হা-ডু-ডু-খেলার আয়োজন করা হয়।
বিলুপ্তপ্রায় সেই হা-ডু-ডু খেলাটি দেখতে ভিড় জমিয়েছেন হাজারো লোকজন। হঠাৎ এ খেলায় আয়োজন করার খবরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মেলায় ভিড় জমিয়েছে হাজারো লোকজন। সারা দিন অনুষ্ঠিত এ খেলায় আনন্দ উল্লাসে মেতে উঠেছে সকল শ্রেণি পেশার লোকজন।
উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৬টি দল খেলায় অংশ গ্রহণ করে। সকাল থেকে খেলা শুরু হলে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় গোবিন্দশ্রী ইউনিয়ন দলকে হারিয়ে বিজয় লাভ করে তিয়শ্রী ইউনিয়ন দল। বিজয়ী দলের জন্য পুরষ্কার হিসাবে রয়েছে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। এ ছাড়াও পরাজিত দলসহ যারা খেলায় অংশ্রগ্রহণ করছেন প্রত্যেক দলের জন্যপুরষ্কার রয়েছে।
খেলা দেখতে আসা বাগজান গ্রামের বাচ্চু মিয়া, আশরাফুল ইসলাম আকন্দ বলেন,‘হা-ডু-ডু খেলা গ্রামের অনেক জনপ্রিয় খেলা। কিন্তু এখন হা-ডু-ডু খেলা কোথাও হয়না। হঠাৎ করেই শুনতে পেলাম কৃষি মেলায় হা-ডু-ডু খেলা হচ্ছে। তাই দেখার জন্য আমাদের এলাকা থেকে অনেক লোক ছুটে এসছে। বহু বছর পর খেলাটি দেখে খুব ভালোই লেগেছে।’
মদন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুল গণি গোলাপ বলেন, ‘গ্রামীণ ঐতিহ্যের হা-ডু-ডু খেলাটি প্রায় বিলুপ্তির পথে। কৃষি মেলা উপলক্ষে আয়োজিত হা-ডু-ডু খেলাটি আমি নিজেই পরিচালনা করেছি। গ্রামে এখনও প্রতিভাবান খোলোয়ার রয়েছে। এই খেলাটি ফিরিয়ে আনতে হলে আয়োজনসহ খেলোয়াড়দের প্রশিক্ষন দেওয়া দরকার।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান বলেন,‘হা-ডু-ডু হচ্ছে গ্রামীণ খেলা। কৃষকদের আনন্দ দিতে ও হারিয়ে যাওয়া খেলাটি ফিরিয়ে আনতে আমরা এই আয়োজন করেছি। কৃষি মেলায় হা-ডৃ-ডু খেলার আয়োজন করায়  হাজার হাজার লোকজন মেলায় এসছে। এতে করে কৃষি বিষয়ে ব্যাপক প্রচারণা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া বলেন,‘ দীর্ঘদিন পরে হা-ডু-ডু খেলা উপভোগ করলাম। সুন্দর ও দর্শকদের উত্তেজনার মাধ্যে দিয়ে খেলাটি শেষ হয়েছে। আগামী কোন অনুষ্ঠানেও গ্রামীণ ঐতিহ্যের ব্যাতিক্রমী খেলার আয়োজন করা হবে।’

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----