কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে ইসলামী আন্দোলন ও জামায়াতের বিক্ষোভ মিছিল


এস.এম জাকির হোসাইন ঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে রায়পুর শহরজুড়ে এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রায়পুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হেলাল উদ্দিন। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে বিকেল ৫টায় উপজেলা জামায়াতের উদ্যোগে রায়পুর নতুন বাজার জামে মসজিদের সামনে থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুন হুদা। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। এ সময় উপজেলা জামায়াতের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সমাবেশে জামায়াতে ইসলামী তাদের পাঁচ দফা দাবি তুলে ধরে আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত। সরকারের কথিত ফ্যাসিবাদী শাসনের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
বক্তারা অভিযোগ করে বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দমননীতি দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।” তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।