সংবাদের আলো ডেস্ক: খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৯ জুন) দুপুরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা ফুটবল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, প্রাইভেট কারের চালক মোহন লাল বিশ্বাস (৬০) ও যাত্রী আশুতোষ ঘোষ (৫৫)। তাদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামে। খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) হাসানুর রহমান দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক বাস ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।