আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রামে স্বপ্নসারথি দলের ২৫ জন কিশোরীদের নিয়ে (আমরা শক্তি আমরা বল পর্ব ১) জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ২৪ জুলাই) সকালে খোকশাবাড়ি ইউনিয়নের খলিশাকুড়া গ্রামে মরহুম ফরহাদ হোসেন সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন রঞ্জিতের বাড়িতে " উক্ত জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন টি পরিচালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ), মোঃ মাসুদ রানা।
উক্ত সেশনে আলোচ্য বিষয় ছিলো- ১. দল ও দলের গুরুত্ব ২.নিজেকে জানি জীবন গড়ি ৩.কাছের মানুষ খুঁজে বের করি ও তাঁদের সাথে সু সম্পর্ক গড়ে তুলি।সেশনের মাধ্যমে কিশোরীরা নিজেকে জানলো এবং লক্ষ্য নিধারণ করলো, তারা দলে থাকার গুরুত্ব বুঝলো। তারা কাছের মানুষ খুঁজে বের করে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার উপায় খুঁজে পেল। তারা নিজেরা শপথ করে নিজেরা বাল্যবিয়ের স্বীকার হবে না এবং অন্য কাউকে বাল্যবিয়ে হতে দেবে না। উক্ত সেশনে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ম্যানেজার( লিগ্যাল প্রোটেকশন) এ্যাডভোকেট এ.বি.এম.জাহিদুল হাসান, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, পল্লীসমাজ রুপা খাতুন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।