চন্দ্রগঞ্জে অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ, দুই ব্যবসায়ী আটক!


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। চন্দ্রগঞ্জ বাজারের দুটি বস্রালয়ে একযোগে অভিযান চালিয়ে আল মদিনা বস্রালয়ের মালিক খলিলুর রহমান এবং শ্রী শ্রী নিতাই গৌর বস্রালয়ের খোকন দেবনাথকে আটক করা হয়।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। অভিযানে সৌদি রিয়াল, মার্কিন ডলার ও ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। এছাড়া খলিলুর রহমানের কাছ থেকে পাওয়া ১ কোটি ১৫ লক্ষ টাকা সমপরিমাণ দেশীয় মুদ্রা যাচাই-বাছাই শেষে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সেনাবাহিনী ও এনএসআই যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। আটকদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এই ঘটনার কারণে সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারেন।
অপরদিকে, জাতীয়নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশ জার্নাল/আরজে
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।