লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। চন্দ্রগঞ্জ বাজারের দুটি বস্রালয়ে একযোগে অভিযান চালিয়ে আল মদিনা বস্রালয়ের মালিক খলিলুর রহমান এবং শ্রী শ্রী নিতাই গৌর বস্রালয়ের খোকন দেবনাথকে আটক করা হয়।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। অভিযানে সৌদি রিয়াল, মার্কিন ডলার ও ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। এছাড়া খলিলুর রহমানের কাছ থেকে পাওয়া ১ কোটি ১৫ লক্ষ টাকা সমপরিমাণ দেশীয় মুদ্রা যাচাই-বাছাই শেষে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সেনাবাহিনী ও এনএসআই যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। আটকদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এই ঘটনার কারণে সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারেন।
অপরদিকে, জাতীয়নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশ জার্নাল/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।