সংবাদের আলো ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে ৫০টি ককটেলসহ সরকারি কম্বল ও দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) চাল, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র চাল, ডাল, তেল ও চিনি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল এসব সামগ্রী জব্দ করে। তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।
অভিযানে চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০টি ককটেল, সরকারিভাবে বরাদ্দ ২২০ পিস কম্বল, ভিজিডির ৯শ’ কেজি চাল, টিসিবি’র ১২শ’ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।
এদিকে, জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।
উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের পর থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।