প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জেলা পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চেতনাশক ওষুধ। শনিবার (৮ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) নাজিমউদ্দিন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মো. বাচ্চু মিয়া, চুয়াডাঙ্গার শাহাবুদ্দিন ওরফে শুকচান, সালামত, দামুড়হুদার হাসেম আলী, জীবননগরের ইব্রাহিম ও আব্দুর রাজ্জাক।
পুলিশ সুপার বলেন, জেলায় ১১টি পশুহাট আছে। ঈদ-উল আজহা উপলক্ষে এসব হাটে আসা ব্যাপারী ও চাষীদের টার্গেট করে অজ্ঞান পার্টি তৎপর রয়েছে। ৩ জুন ডুগডুগি পশু হাটে গরু ব্যাপারি নোয়াখালীর জসিমকে চেতনানাশক পুশ করে। এ সময় ছদ্মবেশে থাকা পুলিশ অজ্ঞান পাটির সদস্য বাগেরহাটের বাচ্চু মাঝিকে আটক। পরে তার তথ্য মতে এই চক্রের আরো ৫ সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়। ভবিষ্যতে যাতে এধরণের তৎপরতা কেউ চালাতে না পারে সেজন্য পুলিশি নজরদারী অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.