চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ১৭ জুলাই ) বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এই অর্থদণ্ড ও এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এদিকে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, সরকারি নির্দেশ অমান্য করে যমুনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল -জরিমানা করা হয়ছে ।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে জেল জরিমানা করা হয়েছে। আরও জানা যায়
পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে বিনা অনুমতিতে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.