শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ছাত্রশিবিরের উদ্যোগে লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লক্ষ্মীপুরে বিভিন্ন মেডিকেল, ইন্জিনিয়ারিং ও  পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন।

বুধবার জেলার সোনার বাংলা রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  জেলা শাখা এ আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।

লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আরমান  হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক  সম্পাদক, লক্ষ্মীপুরের কৃতি সন্তান আরমান পাটোয়ারী, জেলা অফিস সম্পাদক পারভেজ হোসাইন, অর্থ সম্পাদক রাশেদুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ। 
এসময় নাজমুস সাকিব নামে একজন কৃতি শিক্ষার্থী জানান,  আমাদের জন্য এটি চমৎকার আয়োজন। এটি আমাদের পথকে আরো গতিশীল করবে। ভবিষ্যতে  এমন আয়োজন অব্যাহত কামনা।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----