প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
জীবনে সফল হতে বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়: ঋষি সুনাক
সংবাদের আলো ডেস্ক: সম্প্রতি জীবনদর্শন এবং বিশ্ববিদ্যালয় পড়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বহুল ব্যবহৃদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী সুনাকের পক্ষে-বিপক্ষে বাহারী ক্যাপশনে সেই পোস্ট শেয়ার করছেন। ওই পোস্টে ঋষি সুনাক লিখেছেন, জীবনে সফল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়। সাধারণ কোনো মানুষ এ কথা বললে মেনে নেওয়া যায় সহজেই। কিন্তু খোদ যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে এ কথা কতটা মানানসই তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
বাংলাদেশ সময় বুধবার রাত নয়টায় ঋষি সুনাক পোস্টটি করেছেন। বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ওই পোস্টটি শেয়ার করেছেন। একই সময়ে পোস্টটিতে কমেন্ট করেছেন আট হাজারের বেশি মানুষ। মূলত ব্যক্তিগত দর্শন থেকেই ঋষি সুনাক পোস্টটি করেছেন। মন্তব্যকারীদের মধ্যে কেউ কেউ ঋষি সুনাকের এ কথার সমালোচনা করেছেন। আবার কেউ কেউ তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আরেকজন লিখেছেন, জরুরি ভিত্তিতে আপনি ওষুধ নিন ।
অন্য একজন লিখেছেন, জীবনে সফল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন নেই এ ধারণাটি বেশ বিভ্রান্তিকর। সফলতা বলতে আমরা কী বুঝি? যদি আমরা আর্থিক সাফল্যের কথা বলি, তবে যুক্তরাজ্যের বাকি জনসংখ্যার তুলনায় কতজন ড্রপআউট শিক্ষার্থী ধনী হতে পেরেছেন? ঋষি সুনাকের ওই পোস্টে একজন লিখেছেন, অথচ আপনি নিজেই চারটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে। আরেকজন লিখেছেন, আপনার এ উপদেশ সবার জন্য প্রযোজ্য নয়, এটি বিভ্রান্তিকর। আরেকজন লিখেছেন, শিক্ষা সর্বদা সফল হওয়ার প্রথম চাবিকাঠি, অন্য যেকোনো কিছু প্রতারণামূলক। তবে ঋষি সুনাক ওই পোস্টে কারও মন্তব্যেরই উত্তর দেননি। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির এই নেতা। তিনি প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.