শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জেলা সমাবেশ সফল করতে রায়পুর পৌর বিএনপির নানান প্রস্তুতি

 

নিজস্ব ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা সমাবেশ সফল করতে রায়পুর পৌর বিএনপির নানান প্রস্তুতি গ্রহন করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহের মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, ইকবাল হোসেন পাটোয়ারী, জাফর মাস্টার, বাহার উদ্দিন বাহার মেম্বার প্রমুখ।

পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এবিএম জিলানী বলেন, বহু বছর পর আমাদের জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির সমাবেশ হচ্ছে। এই সমাবেশ জেলা বিএনপির নেতা কর্মীদের আরও উজ্জীবিত করে তুলবে। তাই এই সমাবেশ সফল করতে সম্ভব সব প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি প্রতিটি এলাকা বিএনপি নেতা কর্মী এবং সাধারণ মানুষকে এই সমাবেশে যোগদান করাতে নেতা কর্মীদের নির্দেশ দেন।

পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস বলেন, জেলা বিএনপির এই সমাবেশ আগামী দিনের নির্বাচনের আগাম প্রস্তুতি। বিএনপি আগামীতে কী করবে তা এই সমাবেশের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তাই এই সমাবেশ সফল করতে হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহের মিয়াজী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এবং দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দাবিতে আয়োজিত জনসমাবেশ ও গণমিছিলে অংশগ্রহণের জন্য প্রত্যেক নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখাতে হবে। এ সময় তিনি সবাইকে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক বাহার উদ্দিন বাহার মেম্বার বলেন, এ ধরনের প্রস্তুতি সভা আগামী দিনগুলোতে দলীয় কার্যক্রমে আরও উৎসাহ ও উদ্দীপনা যোগাবে। তিনি পৌর বিএনপির নানান প্রস্তুতিতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

সভায় সভায় শহরে গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে জোর প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়। পৌর সভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের এসময় স্বতঃস্ফূর্ত অংশ নেন।
দেশ জার্নাল /সো আ

 

 

 

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়