আখতার হোসেনর খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোল আলুতে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। রস গোল্লার মতো গোলগোল লাল স্বপ্ন এখন পারীক্ষার খাতায় পাওয়া গোল্লার মতো। গোল আলুর গাছে অকাল কোল্ড ইনজুরিতে পঁচে নষ্ট হয়ে গেছে আলুর গাছ। ফলে গোল আলুর গুটি যা কিছু ধরেছে গাছ পঁচে যাওয়ার ফলে তা বড় হচ্ছে না।
টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বত্র গোল আলুর গাছে দেখা দিয়েছে অকাল কোল্ড ইনজুরি। ফসল নষ্ট হয়ে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কৃষকের বীজ ও সারের দাম ওঠছে না বলে জানান, উপজেলার বামনহাটা গ্রামের আলু চাষী লুৎফর রহমান খান। গাছে ছোট ছোট গুটি আসলেও গাছ পঁচে যাওয়ায় তা বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। অসময়েই তুলে ফেলতে হচ্ছে আলু। গোল আলুর দামে কৃষক খুশি থাকলেও উৎপাদন কম হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক।
ভূঞাপুরে এবছর উৎপাদনের লক্ষমাত্রা ছিলো ১১০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ১০৫ হেক্টর জমি। কিন্তু উৎপাদন হবে লক্ষমাত্রার চেয়ে প্রায় অর্ধেক। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো আরিফ হোসেন জানান, অকালে কোল্ড ইনজুরি আক্রান্ত হয়ে গাছের গোড়ায় পঁচন ধরেছে। ফলে গোল আলুর গুটি বড় হওয়ার আগেই গাছ মরে যাচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। তবে অন্যান্য বছরের তুলনায় গোল আলুর দাম বেশি থাকায় কৃষকের খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।