টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দশম দফার অবরোধের শেষদিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল শহর ও সদর শাখা জামায়াতের উদ্যোগে ঝটিকা মিছিল করা হয়েছে।
টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের রফিক-রাজু ক্যাডেট স্কুলের সামনে বৃহস্পতিবার ভোর সোয়া ৭টার দিকে ২৫-৩০জন নেতাকর্মী সমবেত হয়। সেখান থেকে তারা একটি ঝটিকা মিছিল নিয়ে নিরালা মোড় অভিমুখে রওয়ানা দিয়ে আকুর টাকুর পাড়ার লাজফার্মার সামনে গিয়ে নিজেরাই ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মুখে মাস্ক ব্যবহার করে একটি ব্যানার নিয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।