টাঙ্গাইল এলজিইডিতে বিদায় ও বরণ অনুষ্ঠিত
জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামের পদানতিজনিত বিদায় ও নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. কামরুজ্জামানের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিইডির ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বম্র্মণ।
টাঙ্গাইল এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে প্রকল্প পরিচালক (পিডি) হিসেব পদানতিপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফ হোসেন, নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন উপজেলা প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্তিত ছিলন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।