বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ

 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তবে সুপার সানডেতে এই মহারণের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস বলছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ।

সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে মেলবোর্ন। দুপুরের পর ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাই ম্যাচ নিয়ে শঙ্কা রয়ে যায়।

প্রকৃতির উপর তো মানুষের হাত নেই। তাই বাবররা এসব না ভেবে জানিয়েছেন প্রস্তুত থাকার কথা। একই কথা বলেছেন রোহিত শর্মাও। তার ভাষ্য যেটা তাদের হাতে নেই সেটা নিয়ে চিন্তা না করে যেটা হাতে আছে সেটা নিয়ে চিন্তা করা উচিৎ।

সো/আ

সূত্র – প্র,আ

 

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----