টি-২০ বিশ্বকাপের মাঝেই পর্দা উঠছে কোপা-ইউরোর, দেখুন সূচি
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতোমধ্যেই শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে কয়েকটি ম্যাচ। প্রায় মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৯ জুন। তবে বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্ট চলতে চলতেই মার্কিন মুল্লুকেই শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। ফুটবলের সবচেয়ে পুরনো এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২১ জুন। এরও কয়েকদিন আগে মাঠে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের পর্দা উঠবে ১৫ জুন। চলতি মাসে ক্রিকেট মহাযুদ্ধের মাঝে ফুটবলীয় রোমাঞ্চে বুঁদ হওয়ার সুযোগ পাবেন ক্রীড়ামোদীরা। তাই তো বলা যায়, যারা রাতে খেলা দেখতে জেগে থাকবেন কিংবা ভোরে ঘুম থেকে উঠবেন তারা একসঙ্গে ক্রিকেট ও ফুটবল ম্যাচ দুটোই উপভোগ করতে পারবেন।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষদিকের ম্যাচ যখন মাঠে গড়াবে তখন শুরু হবে ইউরোপ মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে ২৪টি দল। ৬ গ্রুপের রয়েছে ৪টি করে দল। জার্মানিতে ১৪ জুন শুরু হয়ে ইউরোপের এ ফুটবল মহাযুদ্ধ চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। যদিও কিছু ম্যাচ তার আগে শুরু হবে।’ অন্যদিকে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা মাঠে গড়াবে ২১ জুন থেকে। টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তাই ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় ভোরের দিকে। অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের সময়ে টি-২০ বিশ্বকাপের ম্যাচ দেখতে ভোরে জেগে থাকবেন তারা একসঙ্গে উপভোগ করতে পারবেন টুর্নামেন্টটি।’ এই টুর্নামেন্ট ২১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত।
যেখানে লাতিন ও উত্তর আমেরিকা দুই মহাদেশের ১৬টি দল অংশ নেবে শতবর্ষী এই টুর্নামেন্টে। চার গ্রুপে খেলবে দলগুলো। ইউরোর চূড়ান্ড গ্রুপ পর্ব- এ-গ্রুপ: জার্মানি, সুইরাজল্যান্ড, হাঙ্গেরি ও স্কটল্যান্ড বি-গ্রুপ: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া সি-গ্রুপ: ইংল্যান্ড, সার্বিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়া ডি-গ্রুপ: ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও অস্ট্রিয়া ই-গ্রুপ: বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেন এফ-গ্রুপ: পর্তুগাল, তুরস্ক, জর্জিয়া ও চেক প্রজাতন্ত্র আমেরিকার চূড়ান্ড গ্রুপ পর্ব- এ-গ্রুপ: আর্জেন্টিনা, চিলি, পেরু ও কানাডা বি-গ্রুপ: মেক্সিকো, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও জ্যামাইকা সি-গ্রুপ: উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও পানামা ডি-গ্রুপ: ব্রাজিল, প্যারাগুয়ে, কলম্বিয়া ও কোস্টারিকা
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।