সংবাদের আলো ডেস্ক: ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশিকপুর বাইপাস এলাকা পর্যন্ত এই যানজট হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে মহাসড়কে এই যানজট সৃষ্টি হয়। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, মহাসড়কে এলেঙ্গা ও রাবনা বাইপাসের মাঝামাঝি এলাকায় সদর উপজেলার পুংলিতে একটি ব্রিজের ঢালে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে গেলে ১০ কিলোমটার এলাকায় যানবাহনের ধীরগতি হয়।
পুলিশ সেখানে কাজ করছে। আশা করছি, যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক হবে। তিনি বলেন, যানবাহন স্বাভাবিক রাখতে পুলিশ এলেঙ্গা থেকে ১৩ কিলোমটার এলাকায় বিশেষ নজরদারিতে রেখেছে। যেন যানজটের সৃষ্টি না হয়। তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লিংক রোড কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় গভীর রাতে প্রাইভেটকার ও গরু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।