স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় অস্ত্রসহ এক গাজা ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শহিদুল ইসলাম। আটকের সময় ওই গাজা ব্যবসায়ীর কাছ থেকে দেড় কেজি প্যাকেট জাত গাজা জব্দ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তাড়াশ থানার এসআই সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মো.আদম আলী(৩৭)' র বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আদম আলীর শয়ন ঘরের চাউল রাখা ড্রামের ভিতর থেকে একটি দেশীয় অস্ত্র ও দেড় কেজি গাজাসহ তাকে আটক করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গাজা ব্যবসায়ী আদম আলীকে অস্ত্র ও গাজা সহ তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে বিকেলে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।