রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় গাড়িচাপায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গাড়িচাপায় ৯ পথচারী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির। স্থানীয় পুলিশ জানায়, হঠাৎ একটি গাড়ি পথচারীদের চাপা দেয়। গাড়িটি ৬৮ বছর বয়সী এক ব্যক্তি চালাচ্ছিলেন। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ এদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়, একটি ট্রাফিক স্টপেজে পথচারীরা অপেক্ষা করছিলেন। এ সময় গাড়িটি তাদের ওপর উঠিয়ে দেওয়া হয়। এর আগে আরও দুটি যানে ধাক্কা দেয় গাড়িটি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি এক্সেলেটরে চাপ দিয়েছিলেন। আরও জানা গেছে, গাড়িটি আগে থেকেই ভুল পথে আসছিল। তখন পুলিশ তা থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এটি শুধু দুর্ঘটনা না কি কোনো উদ্দেশ্যে হামলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার নগর এলাকার সাধারণ সড়কগুলোতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকার ক্ষেত্রে এই গতিসীমা সর্বোচ্চ ৩০ কিলোমিটার। দেশটিতে ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণ করা হয়। এর মধ্যেও এ ধরনের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এক হিসাব বলছে, গত কয়েক বছরের তুলনায় দক্ষিণ কোরিয়ায় সড়কে বিশৃঙ্খলা বেড়েছে। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। নিহতদের মধ্যে পথচারীদের সংখ্যা অগ্রগণ্য।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----