প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১০:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ
ধর্ষণের ঘটনা সালিসে মীমাংসার অভিযোগ, আ. লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
![]()
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গ্রাম্য সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় থানা আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে এনায়েতপুরে এ ঘটনা ঘটে।
এরপর দুপুরে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন ধর্ষণে অভিযুক্ত আয়নাল ব্যাপারী (৬২)। নির্যাতিতা তরুণীর স্বজন ও স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। তরুণী মায়ের সঙ্গেই থাকতেন।
মঙ্গলবার ভোরে তাঁর মা অন্যের বাড়িতে কাজ করতে যান। প্রতিবন্ধী ওই তরুণী বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছিলেন। ওই সময় অভিযুক্ত আয়নাল ব্যাপারী তাঁকে ধরে পাশের একটি টিনের ঘেরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে অভিযুক্তকে ধরে ফেলেন।
এরপর স্থানীয় মাতবর এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু, সানু তালুকদার, নুরু হাজীসহ কয়েকজন গ্রাম্য সালিস বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে ঘটনার মীমাংসা করে দেন। বিষয়টি জানাজানি হলে দুপুরে এনায়েতপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত আয়নালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন আয়নাল ব্যাপারী। ধামাচাপা দিতে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে ৫০ হাজার টাকায় মীমাংসাও করা হয়। খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করেছি।
এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে ৯ জনের বিরুদ্ধে মামলা করা করেছে। মামলায় অভিযুক্ত আয়নাল ব্যাপারী ও আওয়ামী লীগ নেতা আহমেদ মোস্তফা খান বাচ্চুসহ আরো সাত মাতবরকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু কোনো কথা বলতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.