সংবাদের আলো ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে ভাইস চেয়ারম্যান প্রার্থী পালকী প্রতীকের বাপ্পা সোহাগের গাড়িতে হামলা ও গুলি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ জুন) রাতে মোগরা গ্রামে ওই প্রার্থীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ভাইস চেয়ারম্যান প্রার্থী বাপ্পা সোহাগ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবু ইউসুফ ভূঁইয়া (আনারস প্রতীক)-এর কর্মীরা হঠাৎ করে তার ওপর হামলা চালায়। এ সময় তারা বলে, তুমি কেন নির্বাচনে দাঁড়ালে?
সোহাগ আরও বলেন, আনারস প্রতীকের কর্মীরা প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে এবং আমার ব্যবহৃত প্রাইভেট গাড়ি ভাঙচুর করে। বাধা দিলে আমাকে মারধর করে গুরুতর আহত করে।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, হামলার বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলছে।সূত্র: কালবেলা
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.