নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় বাথরুমের ওপর দিয়ে নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার সময় পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করছেন এলাকাবাসী। শনিবার (৬ জুলাই) বিকেলে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় ওই ঘটনা ঘটে।' আটক পুলিশ সদস্যের নাম মো. শাহ আলম। তার বাড়ি লালমনিরহাট জেলার বানভাসা গ্রামে। তিনি বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইনসে কর্মরত।
জানা গেছে, গাইবান্ধা পৌর শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক নারী। এ সময় বাথরুমের ওপর দিয়ে মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন মো. শাহ আলম। নারীর গোসলের ভিডিও করার সময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে আটক করে। পরে গাইবান্ধা সদর থানা-পুলিশ খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম। একজন অপরিচিত লোক ওই বাড়ির ছাদ ছাড়া বাথরুমের ওপর দিয়ে মোবাইলে ভিডিও করছিল দেখে আমি চিৎকার দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে রাস্তায় স্থানীয় লোকজনসহ সবাই মিলে তাকে আটক করা হয়।
ওই নারীর স্বামী বলেন, ‘আমি বাইরে কাজে গিয়েছিলাম। এসে দেখি লোকজন দিয়ে বাড়ি ভর্তি। বিস্তারিত ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। একজন রক্ষক এভাবে ভক্ষক হয়।
গাইবান্ধা সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল ইসলাম বলেন, ‘জনতার হাতে আটক ব্যক্তিকে উদ্ধার করে গাইবান্ধা সদর থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে দেখব, ওনি আসলেই পুলিশ সদস্য কিনা? ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.