নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দায় বিয়ে বাড়িতে মেহমানদের খাবার খাওয়ানোর সময় ফ্যানে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে খোরশেদ আলম (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার(২৩ জুন) দুপুর সাড়ে তিনটার উপজেলার লেঙ্গরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম একই গ্রামের মৃত মুসলেমউদ্দীনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বউয়ের বড় ভাইয়ের (সম্বন্ধী) ছেলে মাজহারুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়াচ্ছিলেন খোরশেদ আলম। এই সময় বৈদ্যুতিক ফ্যানে স্পর্শ লেগে মাটিতে পড়ে যান। সেসময় আবারও উঠে দাঁড়িয়ে যান তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে পূনরায় তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল হাবিব মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাবিব বলেন, হাসপাতালে নিয়ে আসলে আমরা মৃত পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার ৩০ মিনিট আগেই মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম, বৈদ্যুতিক ফ্যানে স্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।হাসপাতাল থেকে মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।