নিজস্ব প্রতিবেদক: নড়াইলে শূকর চড়ানোর সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় তাঁবুতে থাকা আরেক ব্যক্তি। রোববার (৩০ জুন) মধ্যরাতে সদর উপজেলার রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল (৫৫), সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলের বাড়িও একই এলাকায়। তিনি বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও এলাকাবাসীরা জানায়, ৪ জন প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চড়াতে বের হন। তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর এলাকায় আসেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাত হলে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন গুরুতর আহত হন। পরে সকালে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে। নড়াইল সদর থানা পুলিশের ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.