নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর ঘর থেকে সাড়ে ১৭টন সরকারী ভিজিএফের চাল জব্দ করেছে দুমকী উপজেলা প্রশাসন। শনিবার (২৯ জুন') রাত সাড়ে ১০টায় দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ শাহিন এ চাল জব্দ করেন। নির্বাহি অফিসার মোঃ শাহিন জানান, প্রায় ৩৫০ বস্তা প্রতিটি বস্তায় ৫০কেজি করে চাল জব্দ করা হয়েছে ।সরকারী চাল গোডাউন ব্যাতিত কোন ব্যাক্তিগত বাসা বাড়ীতে রাখার কোন নিয়ম নাই। এটি অপরাধ। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।' তিনি আরও জানান, সংবাদ পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছি। এর আগে সেখানে দুমকী থানা পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত হয়। ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যাবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।