শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাকিস্তান পেসারের বলের গতিতে কিউই ব্যাটারের ব্যাট ভেঙ্গে বিশ্বকাপের দল গুলোকে আগাম শতর্ক বার্তা

স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতে নিল পাকিস্তান। ১৪ অক্টোবর ( রবিবার) ফাইনালে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ৩ বল হাতে রেখে জয় তুলেছেন।

পাকিস্তানের পেসার হারিস রউফ বল হাতে আগুন ঝরিয়ে ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে রউফের দুর্দান্ত গতির এক বল গ্লেন ফিলিপসের ব্যাট দুই ভাগ করেছে। যে ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিউজিল্যান্ডের ইনিংসের মাত্র ৬ ওভারে রউফের ১৪৩ কিলোমিটার গতিতে করা বলটি ছিল অফস্ট্যাম্পের উপরে। ফিলিপস খেলেন সজোরে, তবে ব্যাটার নিচের দিকে লেগে ব্যাট দুই ভাগ হয়ে যায়।

S/A

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----