সায়েম খান, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শতবর্ষপ্রাচীণ বিদ্যাপীঠ পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব (মৌসুম ৯) অনুষ্ঠিত হবে আগামীকাল। বিদ্যালয়ের নামের সাথে মিল রেখে এর নাম দেয়া হয়েছে পাটগ্রাম অনাথবন্ধু উৎসব।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলা পরিষদ ডাকবাংলোতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের দল "গোল্ডেন ২০০৪"। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোল্ডেন ২০০৪ এর অধিনায়ক মো. রাসেল হোসেন। তিনি বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ক্রিকেট উৎসব সম্পর্কে বর্ণনা করেন।
তিনি বলেন, চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। আমরা জয়ী হওয়ার জন্যই খেলি। আমরা সর্বোচ্চ পরিশ্রম করেছি। নিয়মিত প্র্যাকটিস করেছি। এই ক্রিকেট উৎসব পরিণত হয় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলায়। ক্রিকেট উৎসবের মৌসুম ৯-এ অংশগ্রহণ করবে মোট ২৭টি দল।
বিকেল ৪টা থেকে রয়েছে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন কফিল আহমেদ, জলের গান, মুসা কলিম মুকুল (মাভৈ:), লিপ্পু অসীম, কুয়াশা মূর্খ, ফকির সাহেব ও ফতেহ আলী খান আকাশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।