বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পৌওতা গ্রামবাসীর পক্ষ থেকে এমপি আব্দুল আজিজকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ কে ২নং বারুহাস ইউনিয়নের পৌওতা গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও স্বর্ণের নৌকার কেস্ট এবং সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২:০০ টায় উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি তুলে ধরেন এবং এই সরকারের প্রতি জনগণের আবার ও আস্থা রাখা এবং তাকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করায় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনসহ এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পৌওতা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুবলীগের সাধারন সম্পাদক মো. ফরহাদ আলী বিদ্যুৎ, সগুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম আবদুল্লাহ হেল বাকি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক শাহ আলম, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----