প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে পিংকি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় প্রাইভেটকারের ড্রাইভারসহ ৪ জন আহত হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত পিংকি খাতুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার এ্যাড. আব্দুল ওয়াহিদের স্ত্রী। আহতরা হলো, এইক এলাকার প্রাইভেট কারের ড্রাইভার মোশারফ হোসেন (৪০) এ্যাড. আব্দুল ওয়াহিদ (৪২) ও নিহতের দুই শিশু কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগর থেকে প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্যোশে রওনা দিয়েছিলেন এ্যাড. আব্দুল ওয়াহিদ। এসময় উপজেলার ঝাঔল ওভারব্রিজ এলাকায় পৌছে একটি ট্রাকের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটন কবলিত প্রাইভেটকার ও ট্রাকটি থানায় নিয়ে যায়। বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঝাঔল ওভার ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখো-মুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারে সবাই আহত হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ শামীমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পিংকি খাতুনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুপুরের দিকে নিহতের স্বামী আব্দুল ওয়াহিদ তার স্ত্রী পিংকির মরদেহ বাড়ির উদ্যোশে নিয়ে গেছেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।