রংপুর প্রতিনিধি: প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনিয়ম, দূর্নীতির অভিযোগ ও পরিক্ষা বাতিল সহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আজ দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রুমান কবিব, কিশোর, সোহাগ, মাহমুদুল হাসান অভি, আজমিরা খাতুন, মাহবুবা খানম সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, গত ৮ ই ডিসেম্বর প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষায় ডিভাইস, প্রশ্নফাঁস , হল কন্টাক্ট সহ দূর্নীতির মত নানান ঘটনা ঘটেছে। যে কারনে ঐ পরিক্ষায় সঠিক মূল্যায়ন হবে না বলে মনে করা হয়। অবিলম্বে নিয়োগ পরিক্ষা বাতিল করে নতুন ভাবে পরিক্ষার ব্যাবস্থা গ্রহনের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।