মেজবাহুল হিমেল: বঙ্গবন্ধু টি-10 রয়্যালটি কাপ ও রয়্যালটি টি-20 কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। রয়্যালটি মেগা মলের চেয়ারম্যান মোঃ তৌহিদ হোসেন (সেরা করদাতা ) এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন (অতিরিক্ত আইজিপি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর জেলা ও বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমি গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী (সেরা করদাতা) ও শাকিল রায়হান। সকালে রয়্যালটি টি-20 কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় আইজিএস ক্রিকেট একাডেমির ১১১ রানের লক্ষে নেমে ৫ উইকেটে জয় লাভ করেন রংপুর স্টার।
বিকেলে বঙ্গবন্ধু টি-10 রয়্যালটি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুন্সিপাড়া ক্রিড়া সংস্থা প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৫ রানের টার্গেট দেন। ৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৮ ওভার বলে ৮৮ রান সহজ জয় তুলে নেন ফ্রেন্ড ক্রিকেট রংপুর। ম্যান অফ দা ম্যাচ হয়েছেন আকবর আলী। বঙ্গবন্ধু টি-10 রয়্যালটি কাপ টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করেন ও রয়্যালটি টি-20 কাপ টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।