জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত গত ৫ আগস্ট সবচেয়ে কম সংখ্যাক যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায়ও কম হয়েছে। এদিন মাত্র পাঁচ হাজার ৫৩৪টি যানবাহনের বিপরীতে উভয় টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ৪৬ লাখ ৩১ হাজার ৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সংশ্লিষ্টরা জানায়, ১৯৯৮ সালর ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে গত ৫ আগস্ট সবচেয়ে কম সংখ্যক যান পারাপার হয়েছে। এরআগে এনালগ পদ্ধতিতে টোল আদায় করাকালীন সময়ও এতো অল্প সংখ্যক যানবাহন পারপার হয়নি। ২০২২ সাল থেকে সেতু পারাপার ডিজিটাল করা হয়। ওই সময় থেকে টোল আদায় ও যান বাহনের সংখ্যা সেতু বিভাগের ওয়বসাইটে নিয়মিত প্রকাশ করা হয়।
বাসকে’র বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ৫ আগস্ট সেতুর পূর্বপ্রান্তের টোলপ্লাজায় দুই হাজার ৯১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ২৩ লাখ ৬২ হাজার ৮৫০ টাকা। সেতুর পশ্চিমপ্রান্তের টোলপ্লাজায় দুই হাজার ৬২৪টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ২২ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। যা সেতু উদ্বোধনের পর সংখ্যায় সবচেয়ে কম এবং টোল আদায় সর্বনিম্ন। এর আগে ২১ জুলাই সেতুর উভয় টোলপ্লাজায় সাত হাজার ৩০৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৫৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।
প্রকাশ, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে যান আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।