প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
বন্ধুর বাড়িতে মিলল যুবকের হাত-পা বাধা মরদেহ
সংবাদের আলো ডেস্ক: দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ির শয়নকক্ষ থেকে শাকিব হাসান (১৮) নামে এক যুবকের হাত-পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই লাইসুর ইসলাম ও তার ছেলে মিরাজ পলাতক রয়েছে। রবিবার (১৯ মে) সকালে বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিব হাসান একই উপজেলার নাফানগর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। সে নাফানগর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টার দিকে লাইসুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে।
পরে পুলিশ এসে বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটির পা লোহার তার দিয়ে বাধা ছিল এবং একটি রক্তাক্ত শার্ট গলায় পেঁচানো ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে সকালে মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বাবার সঙ্গে ভুট্টা ক্ষেতে কাজ করছিল শাকিব হাসান। এ সময় শাকিব তার বাবাকে ক্রিকেট খেলার কথা বলে বাড়িতে যায়।
বাড়ি থেকে ক্রিকেট খেলার বল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বোচাগঞ্জ থানার ওসি রাসেল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিব হাসান ও মিরাজ দুজনই বন্ধু। ঘটনার পর থেকেই মিরাজ ও তার বাবা লাইসুর রহমান পলাতক রয়েছেন। সকালে মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.